ভোলা পৌরসভা কার্যালয়
ভোলা।
‘‘এক নজরে ভোলা পৌরসভা’’
সম্রাট আকবরের সেনাপতি শাহাবাজ খানের নামানুসারে হয়, “দক্ষিণ শাহাবাজপুর”
খেয়া নৌকার মাঝি ভোলা গাজী পাটনার নামানুসারে হয় “ভোলা”
০১। জেলাঃ ভোলা।
০২। পৌরসভার নামঃ ভোলা পৌরসভা।
০৩। পৌরসভার গঠণকালঃ ১০ অক্টোবর ১৯২০খ্রিষ্টাব্দ।
০৪। ‘ক’ শ্রেণিতে উন্নীত হওয়ার তারিখঃ ০৩মে ১৯৮৯খ্রিষ্টাব্দ।
০৫। আয়তনঃ ৩১.৪৮ বর্গ কিঃমিঃ (প্রস্তাবিত ৯.২৭) = ৪০.৭৫ বর্গকিমিঃ
০৬। জনসংখ্যাঃ ৮৮,৯৪০ (পুরুষ – ৪৫৫৮০, নারী – ৪৩৩৬০)
০৭। সড়কের পরিমাণঃ (ক) কাঁচা-৫.৫কিমি, (খ) পাকা – ৭০.২০কিমি = ৭৫.৭০কিমিঃ।
০৮। সওজ, এলজিইডি ও জেলা পরিষদের সড়কঃ ৭৯. ২০ কিমিঃ ।
০৯। ড্রেণঃ ১২০.৫০ কিমিঃ।
১০। বৈদ্যুতিক পুল / খুটিঃ ৪৭৭৫টি।
১১। সড়ক বাতির সংখ্যাঃ ৪১৫০টি।
১২। হাট-বাজারের সংখ্যাঃ ১১টি।
১৩। শিক্ষা / ধর্মীয় প্রতিষ্ঠানঃ (ক) কলেজ-৫টি, (খ) মাঃবিঃ-০৯টি, (গ) প্রাঃবিঃ-১৬টি, (ঘ) মসজিদ- ৮৭টি, (ঙ) মাদ্রাসা- ১৪টি
(চ) ভকেশনাল- ০১টি, (ছ) কিন্ডার গার্টেন- ০৪টি, (জ) মন্দির – ০৭টি।
১৪। পানি সরবরাহ কাযক্রমঃ (ক) পাম্প হাউজ-১৪টি, (খ) গ্রাহক -৪৩৭১টি, (গ) হস্তচালিত নলকূপ-৫৫৬টি, (ঘ) স্ট্রীট হাইড্রেন্ট- ৭০টি, (ঙ) পাইপ লাইন- ৬৩.১৯কিমি (চ) পানি সরবরাহের আওতায় জনসংখ্যা-৫৫১৪২জন। (ছ) ওয়াটার কভারেজ – ৬২%।
১৫। শিক্ষার হারঃ ৬২%।
১৬। পৌর ভবনের বিবরণঃ ছয়তলা (নির্মানাধীন), খতিয়ান নং- ০২, দাগ নং- ১৯৯, নতুনবাজার, ভোলা পৌরসভা।(খ) ভবনের জমির পরিমাণঃ ০.২৮ শতাংশ (গ) জমির পরিমাণঃ ৭.০০ একর।
১৭। পৌর পরিষদ নির্বাচন সংক্রান্তঃ (ক) নির্বাচনের তারিখঃ ৩০ডিঃ২০১৫। (খ) শপথ গ্রহণঃ ২৫জানু ২০১৬ (গ) দায়িত্ব গ্রহণঃ ২৮ ফেব্রু ২০১৬
(ঘ) প্রথম সভাঃ ২৮ ফেব্রু ২০১৬।
১৮। পৌর এলাকায় মোট ভূমির পরিমাণঃ ৩১৪৭ হেক্টর।
১৯। বিনোদন বিষয়ক তথ্যঃ (ক) খেলার মাঠ- ২০টি (খ) মিলনায়নঃ ০১টি।
২০। অবকাঠামোগত তথ্যাবলীঃ (খ) এতিমখানা-০১টি (খ) হাসপাতাল- ০৬টি (গ) ক্লিনিক- ১৭টি (ঘ) ডায়াগনস্টিক সেঃ ১৫টি (ঘ) বাস টার্মিনাল – ০২টি, (চ) ফায়ার স্টেশনঃ ০১টি (ছ) পুলিশ স্টেশনঃ ০১টি (জ) আবাসিক হোটেল- ১২টি (ঝ) পাবলিক টয়লেট- ১০টি, (ঞ) ব্রিজ – ১০টি, (ট) কালভার্ট- ১০০টি।
২১। পৌরসভার যানবাহানঃ (ক) গারবেজ ট্রাকঃ ১১টি (খ) জীপঃ ০৩টি, (গ) পিকআপ ০১টি, (ঘ) বীম লিফটার-০১টি, (ঙ) রোড রোলার- ০৬টি, (চ) মোটর সাইকেলঃ ১০টি, (ছ) ভ্যাকুয়াম ক্লিনার- ০১টি।
২২। জন্ম ও মৃত্যু নিবন্ধনঃ (ক) জন্ম নিবন্ধন- ৭৬৩৯৯ জন, সনদ প্রদান ৭৬৩৯৯ (জুন ২০১৬)
(খ) মৃত্যু নিবন্ধনঃ (ক) মৃত্যু নিবন্ধন- ২৯৯৫ জন, সনদ প্রদান ২৯৯৫ (জুন ২০১৬)
২৩। পৌরসভার হোল্ডিং সংখ্যাঃ (ক) প্রাইভেট / আবাসিকঃ ১১৮৪৮টি (খ) সরকারি- ৪০৭টি (গ) মোট- ১২২৫৫টি।
২৪। সদ্য সমাপ্ত প্রকল্পঃ (a) UGIIP-2 (b) PPNB (সড়ক ও ঘাটলা নির্মাণ প্রকল্প) (c) সৌন্দরয বর্ধন প্রকল্প।
২৫। চলমান প্রকল্পঃ (a) MGSP (BMDF) (b) CTEIP (c) BPIDP (d) CCTF (e) BMIIP (f) ৩৭ জেলা শহর পানি সরবরাহ প্রকল্প।
২৬। পৌরসভা কর্মকর্তা / কর্মচারীঃ (নিয়মিত) (ক) কর্মকর্তা (১ম শ্রেণি) ০৫জন। (খ) কর্মকর্তা (২য় শ্রেণি) ০৪ জন। (গ) কর্মচারী (৩য় শ্রেণি) ৪৭ জন (ঘ)কর্মচারী (৪র্থ শ্রেণি) ৩৫ জন। সর্বমোটঃ ৯২ জন।
২৭। বস্তি সংখ্যা ১১টি।
তারিখঃ ১৮.০৪.২০১৯খ্রিঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS